👉🏾 টাইফয়েড (Typhoid) – সালমোনেলা ব্যাকটেরিয়া দূষিত পানি থেকে হয়।
👉🏾পেটের প্রদাহ (Gastroenteritis) – ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে বমি, পেট ব্যথা, জ্বর হয়।
👉🏾ডেঙ্গু ও চিকুনগুনিয়া – ট্যাংকে জমে থাকা পানিতে মশার লার্ভা জন্ম নিলে।
👉🏾পেটের অসুখ – রান্নাঘরের ফ্লোর টাইলস দূষিত হলে খাবারে জীবাণু লাগতে পারে।
👉🏾শ্বাসকষ্ট ও অ্যাজমা – ফাঙ্গাসের স্পোর ইনহেল করলে অ্যাজমা, কাশি, নাক বন্ধ হয়।
👉🏾ত্বকের সংক্রমণ (Ringworm, Athlete’s Foot) – ভেজা টাইলসে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের কারণে।
👉🏾পেটের কৃমি –নোংরা রান্নাঘরে খাবারে ডিম পড়লে।
👉🏾ফুড পয়জনিং (Food Poisoning) – E. coli, সালমোনেলা ও লিস্টেরিয়া থেকে।
👉🏾হেপাটাইটিস A – দূষিত খাবার বা পানীয় থেকে।